ঢাকা     ১৩ মে ২০২৪ ||  ৩০ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৬, ২৫ জুলাই ২০২২

আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

টানা আট কর্মদিবস দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সব আতঙ্ক কাটিয়ে এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।