ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নগদ-বিকাশ থেকে দিনে ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ৫ জুলাই ২০২২

আপডেট: ২২:১৬, ৬ জুলাই ২০২২

নগদ-বিকাশ থেকে দিনে ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ

মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ, বিকাশ, রকেট থেকে এখন দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে এ সীমা ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্টে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা মতে, এখন থেকে মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। আর মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে।

এছাড়া মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। একজন গ্রাহক আরেক জনকে মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আর এমএফএস হিসাবের জমা রাখতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা। আর ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন বলে নতুন নির্দেশনায় জানানো হয়েছে।