ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীরা ছুটছেন বিমা কোম্পানিগুলোতে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৮, ৭ জুন ২০২২

আপডেট: ২০:৫০, ৭ জুন ২০২২

বিনিয়োগকারীরা ছুটছেন বিমা কোম্পানিগুলোতে

টানা সাত কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও দরপতন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। এতে টানা দুই কার্যদিবস দরপতনে লেনদেন শেষ হলো পুঁজিবাজারে। তবে সূচকের পতন হলেও এদিন দাপট ছিলো বিমা খাতের।

মঙ্গলবার ডিএসইতে ৭৩৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩৪ কোটি ২৫ লাখ টাকা কম। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিলো বিমা খাত। এদিন গেইনার তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির ৮টিই ছিলো বিমা খাতের প্রতিষ্ঠান। এর আগে সোমবার দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির সবগুলোই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান।

মঙ্গলবার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে আসে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৫০ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, প্রগতি ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংক লিমিটেড।