ঢাকা     ১২ মে ২০২৫ ||  ২৯ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বড় বিনিয়োগে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৮, ১ এপ্রিল ২০২২

বড় বিনিয়োগে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) দেশে বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে। এজন্য কোম্পানিটি সাভারে তাদের নতুন ইউনিটে আরো ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে বিদেশে সিগারেট রফতানির জন্য সাভারে নতুন একটি ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। সে সময় ইউনিটটি স্থাপনে ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে এ ইউনিটে আরো ৩২২ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার নতুন করে আরো ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে।

২০১৯ সালে প্রথমবারের মতো দেশের বাইরে সিগারেট রফতানি শুরু করে বহুজাতিক কোম্পানিটি।এজন্য সক্ষমতা বাড়াতে স্বতন্ত্র একটি ইউনিট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। সিগারেট রফতানির প্রধান বাজার হচ্ছে চীন। এর বাইরে পূর্ব এশিয়ার দেশগুলোয়ও কোম্পানিটির সিগারেট রফতানি হচ্ছে। বিএটিবিসির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে কোম্পানিটি প্রথমবারের মতো চীন ও পূর্ব এশিয়ার দেশগুলোয় মেড ইন বাংলাদেশ ট্যাগে সাত ৭ কোটি স্টিক সিগারেট রফতানি করেছে।