ঢাকা     ১৯ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্মার্টফোনের বাজারে কোকা-কোলা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ২১:৩৭, ৩০ জানুয়ারি ২০২৩

স্মার্টফোনের বাজারে কোকা-কোলা

বিশ্বজুড়ে কোমল পানীয়র বাজারে জনপ্রিয় ব্যান্ড কোকা-কোলা এবার প্রযুক্তি খাতে প্রবেশ করেছে। এরইমধ্যে ভারতের বাজারে প্রথম স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, চলতি প্রান্তিকেই স্মার্টফোন ভারতের বাজারে আসবে। স্মার্টফোনটির উন্নয়নে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কোকা-কোলা কাজ করছে। শোনা যাচ্ছে, রিয়েলমি ১০ ৪জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে কোকা-কোলার ফোন লঞ্চ হতে পারে।

টুইটারে প্রকাশিত স্মার্টফোনটির একটি ছবিতে দেখা গেছে, ফোনের রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনের পেছনের অংশে লালচে রঙের শেডও রয়েছে। একটি বেভারেজ কোম্পানি স্মার্টফোন বাজারজাত করবে এমন তথ্য বেমানান মনে হতেই পারে। তবে স্মার্টফোন উৎপাদন করে না এমন প্রতিষ্ঠান হিসেবে এ খাতে প্রবেশকারী হিসেবে কোকা-কোলাই প্রথম নয়। ওয়ানপ্লাস ও অপোর মতো প্রতিষ্ঠানও ম্যাকলারেন ও অ্যাভেঞ্জার এডিশন ডিভাইস নিয়ে এসেছে।

অনেকে ধারণা করছেন, টেক ব্যান্ড রিয়েলমি ১০ ৪জি ফোনের সঙ্গে অনেক মিল পাওয়া যাবে আসন্ন কোকা-কোলা স্মার্টফোনের। রিয়েলমি ১০ ৪জি ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে ৬ দশমিক ৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল।