ঢাকা     ০৭ জুলাই ২০২৫ ||  ২২ আষাঢ় ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীনা ফোন কোম্পানির লাগাম টানার পরিকল্পনা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১২ আগস্ট ২০২২

চীনা ফোন কোম্পানির লাগাম টানার পরিকল্পনা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তর স্মার্টফোনের বাজার ভারতে ১৫০ ডলার বা ১২ হাজার রুপির কম মূল্যের চীনা ফোন বিক্রিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এর ফলে অপো, শাওমি, ভিভো, রিয়েলেমির মতো চীনা ব্যান্ডগুলো স্বল্পমূল্যের ফোন ভারতের বাজারে বিক্রি করতে পারবেনা।  

চীনা এসব কোম্পানি কোনো প্রকার কর ফাঁকি বা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চীনা অপর দুই প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি ও জেডটিই করপোরেশনকে অনানুষ্ঠানিক পন্থায় কোণঠাসা রাখার নীতি অবলম্বন করেছে দেশটির সরকার।

সাশ্রয়ী ফোনের বাজারে চীনা কোম্পানিগুলোকে হটিয়ে স্থানীয় কোম্পানিগুলোর অবস্থান জোরদারে নেয়া ভারত সরকারের নীতির ব্যাপারে কোম্পানিগুলো এখনও কোনো কথা বলতে সম্মত হননি। অবশ্য ভারত সরকারের এমন তত্পরতা থেকে মার্কিন কোম্পানি অ্যাপল ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস নিরাপদে রয়েছে।