ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুই সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২৩ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:১১, ১৫ জানুয়ারি ২০২২

দুই সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২৩ হাজার কোটি টাকা

নতুন বছর ২০২২ সালের প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও ঊর্ধ্বমুখীতার মাধ্যমে পার করেছে দেশের শেয়ারবাজার। গেল এক সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাত হাজার কোটি টাকা বেড়েছে। ফলে নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই বাজার মূলধন বাড়লো ২২ হাজার কোটি টাকার ওপর।

গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৬৫ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১৫ হাজার ৮৩৫ কোটি টাকা। এ হিসেবে নতুন বছরের প্রথম দুই সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২২ হাজার ৮০০ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭ দশমিক ২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০১ দশমিক ৭১ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৩৪২৮ লাখ ৯৩ হাজার ৪৩৯ টাকা। গত সপ্তাহে লেনদেন হয়েছে ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকা। যা এর আগের সপ্তাহ হয়েছিল ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২০৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।

সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৪৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে সূচক ছিল ২০ হাজার ৪৯৫ পয়েন্ট। সবমিলিয়ে সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৮৬ টাকার। এর আগের সপ্তাহে ছিল ১৭৬ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৪০১ টাকার।