ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

উত্থানের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪০, ৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৪৫, ৩ জানুয়ারি ২০২২

উত্থানের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

নতুন বছরের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর এদিন বেড়েছে।

এই উত্থানে বাজারে ডিএসই’তে সোমবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো ই-জেনারেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭১৯ বারে ৬ লাখ ২০ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন করে।

বিনিয়োগকারীদের আগ্রহের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আমান ফিডের ৮.৯০ শতাংশ, আইসিবি-৩য় এনআরডি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৬.৯৪ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৩ শতাংশ, ফরচুন সুজের ৬.১৩ শতাংশ দর বেড়েছে।