Biz Tech 24 :: বিজ টেক ২৪

বছরের শুরুতে ৩ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ২ জানুয়ারি ২০২২

বছরের শুরুতে ৩ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

নতুন বছরের প্রথম কর্মদিবসে বিনিয়োগকারীরা ছুটছেন তিন কোম্পানির শেয়ারে। এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিক্রেতা নেই।  লেনদেন চলাকালীন সময় কোম্পানি তিনটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: আরএন স্পিনিং, ফরচুন সুজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আরএন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০১.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৯৮ শতাংশ বেড়েছে।

এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৭১.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৭৩ শতাংশ বেড়েছে।

premierbankltd