ঢাকা     ১৯ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্লক মার্কেটে বিডি ফিন্যান্সের দাপট

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২১

ব্লক মার্কেটে বিডি ফিন্যান্সের দাপট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ৬৬ লাখ ৭৩ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপর এডিএন টেলিকম ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শাহজিবাজার পাওয়ার ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, আলিফ ম্যানুফ্যাকচারিং, এএমসিএল প্রাণ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফার কেমিক্যাল, ফাইন ফুডস, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামকস, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, এইচ.আর টেক্সটাইল, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, মীর আখতার, এম.এল ডাইং, মুন্নু সিরামিকস, ওয়ান ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, পেনিনসুলা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, রানার অটোমোবাইলস,সাফকো স্পিনিং, সাইফ পাওয়ারটেক, শাশা ডেনিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড।