
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছুঁয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে মনে করেন জার্মানির হেরায়াস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে। তিনি বলেন, স্বর্ণের দামের সাম্প্রতিক এই ঊর্ধ্বগতির মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ফেড চেয়ারম্যান পাওয়েলের ওপর প্রকাশ্য আক্রমণ। রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক নীতির উদ্বেগ অব্যাহত থাকায় স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।
ট্রাম্প সম্প্রতি সুদের হার কমানোর দাবিতে ফেড চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করেছেন। এতে সোমবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতন ঘটে এবং ডলারের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে।
স্টোনএক্স-এর বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, সাধারণত শেয়ারবাজারে এমন পতনের সময় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে। কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে—বিনিয়োগকারীরা বরং স্বর্ণের দিকেই ছুটছেন। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।