ঢাকা     ০৯ মে ২০২৪ ||  ২৫ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাজার নিয়ন্ত্রণে দুবাই থেকে পেঁয়াজ আনছে টিসিবি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১১ ডিসেম্বর ২০২৩

বাজার নিয়ন্ত্রণে দুবাই থেকে পেঁয়াজ আনছে টিসিবি

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যটির দাম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার প্রথম চালানে ৫৮ টন মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

টিসিবি সূত্রে জানা গেছে, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ পেঁয়াজগুলো দেশে পৌঁছাবে। যার প্রথম চালান আসছে মঙ্গলবার। ওই দিনই চট্টগ্রাম বন্দর হতে পণ্যটির ডেলিভারি নেবে টিসিবি।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, ভারত থেকে আগে আমদানি করা পেঁয়াজ গুদামে এসে পৌঁছেছে। এখন দুবাই থেকে প্রথম চালান আসছে। এরই মধ্যে ভ্রাম্যমাণ ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মজুত সাপেক্ষে টিসিবি পণ্য বরাদ্দ দিয়ে থাকে। টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে।