ঢাকা     ১৮ মে ২০২৪ ||  ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্বব্যাংকের পূর্বাভাস

প্রবৃদ্ধিতে এবার বাংলাদেশকে ছাড়িয়ে যাবে ভারত-মালদ্বীপ

প্রকাশিত: ২০:৫৬, ৬ অক্টোবর ২০২২

আপডেট: ১৩:১৬, ৯ অক্টোবর ২০২২

প্রবৃদ্ধিতে এবার বাংলাদেশকে ছাড়িয়ে যাবে ভারত-মালদ্বীপ

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে (জিডিপি) এবার বাংলাদেশকে ছাড়িয়ে যাবে ভারত-মালদ্বীপ। এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে থাকবে মালদ্বীপ। দেশটি ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এর পরেই রয়েছে ভারতের অবস্থান, দেশটির প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। আর বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও চলতি অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে আরো জানানো হয়, চলতি অর্থবছরে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। দেশটি মাইনাস ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। শ্রীলঙ্কা থেকে সামান্য উপরে আছে পাকিস্তান। দেশটি মাত্র ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আফগানিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। এছাড়া একই সময়ে ভুটান ৪ দশমিক ১, নেপাল ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।