ঢাকা     ২০ মে ২০২৪ ||  ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যবহারকারীর তথ্য চুরি করছে স্যামসাং

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ২৫ অক্টোবর ২০২৩

আপডেট: ২০:৪৫, ২৯ অক্টোবর ২০২৩

ব্যবহারকারীর তথ্য চুরি করছে স্যামসাং

টেক জায়ান্ট স্যামসাং ফোনের দুটি অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ এনেছে গুগল।  অ্যাপ দুটি ব্যবহারকারীদের এসএমএস, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রিতে নজরদারী চালাচ্ছে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গুগলের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে গুগলের প্লে প্রোটেক্টের পক্ষ থেকে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপ দুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে।

এমনকি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে ব্যবহারকারীদের সতর্ক করা হচ্ছে। তারা বলছেন, স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের তরফে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন।