ঢাকা     ৩০ আগস্ট ২০২৫ ||  ১৫ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মধ্যম বাজেটের নতুন স্মার্টফোন আনলো ভিভো

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৪ অক্টোবর ২০২৩

মধ্যম বাজেটের নতুন স্মার্টফোন আনলো ভিভো

বাজেট প্রেমীদের জন্য বরাবরই পছন্দ ভিভো’র স্মার্টফোন। এবার ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮৪০ নিটস হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরাসহ বেশ কিছু ফিচার।

মিডিয়াটেক হেলিও জি৮৫ এবং অপারেটিং সিস্টেম হিসেবে ফানটাচ ওএস১৩ রয়েছে ভিভো ওয়াই১৭এস এ। ৬.৫৬ ইঞ্চি এলসিডি মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেতে পাওয়া যাবে ১৬১২ × ৭২০ রেজুলেশন।

একাধিক অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্পিলিট স্ক্রিন মুড অন করে দুইটি অ্যাপ এক সাথে একই স্ক্রিনে কাজ করা যাবে। মাল্টিটাস্কিং এ অন্যন্য অভিজ্ঞতা পাওয়া যাবে ভিভো ওয়াই১৭এসে। রয়েছে ৬ জিবি র‍্যামের পাশাপাশি আরো ৬ জিবি র‍্যাম বাড়ানোর সুযোগ। স্টোরেজের জন্য রয়েছে ১২৮ জিবি রমের সুবিধা।

৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা লেন্সের পাওয়া যাবে ১.৮ এফ এ্যাপারচার। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। রাতের ছবির জন্য রয়েছে সুপার নাইট মুড।

ভিভোর যেকোনো অথোরাইজড শো রুম কিংবা ই-স্টোরের আগামী ৭ অক্টোবর থেকে ১৫ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে স্মার্টফোনটি।