
অনেকেই হয়তো ডিজিটাল মার্কেটিং শব্দটি শুনেছি । কিন্তু আমরা কি জানি, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং আসলে কি? এখনকার অনলাইনের যুগে, ডিজিটাল মার্কেটিং একটি পেশা হিসেবে দাঁড়িয়েছে। চলুন জেনে নেয়া যাক, বাংলাদেশে এই প্রথম আয়োজিত ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং সম্পর্কে।
ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি সিস্টেম যেখানে সাধারণ মার্কেটিংয়ের পথ না ধরে, সোশ্যাল মিডিয়া, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ও সার্চ ইঞ্জিনের মাধ্যমে কাঙ্ক্ষিত কাস্টমার খুঁজে বের করা। যা পুরোপুরি ডেটা বা তথ্য নির্ভর একটি মার্কেটিং কৌশল। এখানে কাস্টমার এবং প্রোডাক্ট সেলিং রিলেটেড এক একটা ডেটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
এবার আসা যাক ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে। প্রয়োজনীয় ডাটা কিভাবে কালেক্ট করা যাবে এবং সেটিকে কিভাবে সাজিয়ে কোন সেক্টরে ব্যবহার করা যাবে তার একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে। যা সকলেই জানে না। এক্ষেত্রে প্রয়োজন সঠিক গাইডলাইন সম্বলিত একটি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কোর্সের ৷ যেখানে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং টেকনিক সম্পর্কে পুরোপুরি একটি সঠিক গাইডলাইনের ব্যবস্থা থাকবে এবং বঙ্গীয় টিম নিউবি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটারদের জন্য তাই করছে।
কাদের জন্য এই কোর্স?
যারা একেবারে নতুন করে শিখে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান এবং অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কোর্স। এবং সেই সাথে যারা অনলাইনে নিজের ব্যবসায় করে সফলতা পেতে চান তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে প্রয়োজন।
কোর্সে কি কি বিষয় থাকছে?
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত পুরো বিষয়গুলো শেয়ার করা হয়েছে এই কোর্সটিতে। এই কোর্সে বিগেনার লেভেল থেকে এক্সপার্ট লেবেলের বিষয়গুলো ধরে ধরে বুঝানো হয়েছে। নিচে কোর্সের বিষয়গুলো সংক্ষেপে দেয়া হলো:
Data Drive Digital Marketing Overview
Internet & Web
Web Analytics
Media Buying
SEO
SMM
Email Marketing
CRO
Automation
ASO
Funnel
Growth Hacking
Inbound Marketing
Freelancing Bootcamp
Other Monetization
Ready To Start Freelancing
Troubleshooting & Success
সর্বমোট ৩০০ ঘন্টার উপরে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিডিও দেয়া আছে। প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এতে করে আপনাকে অন্য কারো কাছে দ্বারস্থ হতে হবে না।
এই কোর্সটি কোথায় করবেন?
অনলাইনে ঘরে বসেই Bongiyo.com এ গিয়ে করা যাবে এই কোর্সটি। নিজের মতো করে ফ্রি টাইমকে কাজে লাগিয়ে যোগ দিতে পারবেন কোর্সটিতে। ভিডিওগুলি যেকোনো সময়ে দেখে, প্র্যাকটিস করলে আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এছাড়া প্রয়োজনে ফেসবুকের গ্ৰুপের মাধ্যমে সাপোর্ট পাবেন।
এই কোর্সের বেনিফিট কি?
লাইফটাইম প্লাটফর্ম এক্সেস
রেকর্ডেড ভিডিও, যখন সময় পাবেন তখনই দেখবেন
ভিডিওগুলো 1080p HD, হাই-কোয়ালিটি Audio এবং Edited করা
Yearly ভিডিও আপডেট করা হয়
চ্যাপ্টার এবং কোর্স শেষে কুইজ টেস্ট
সার্টিফিকেট, শুধুমাত্র সব চ্যাপ্টার এবং কুইজ শেষ করলেই অনলাইন সার্টিফিকেশন
প্রাইভেট গ্রুপ সাপোর্ট
যে প্লাটফর্ম শিখছেন, যদি কোন পরিবর্তন আসে, তাহলে অবশ্যই নতুন ভিডিও বানানো হয়।
কোর্সটির লিড ট্রেইনার হিসাবে পিযুষ সাহা আছেন, যিনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছেন বিগত ৮ বছর যাবৎ। পিযুষ সাহা ডিজিটাল মার্কেটিং ট্রেইনার হিসাবে কাজ করছেন বিআইটিএম এ। এছাড়া তিনি গুগল বাংলাদেশের একাউন্ট স্ট্রাটেজিস্ট হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে তিনি প্রাণ-আরএফএল গ্রুপে কাজ করেছেন।