ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চাঙ্গা পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ছুটছেন যেসব কোম্পোনিতে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২২

চাঙ্গা পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ছুটছেন যেসব কোম্পোনিতে

দীর্ঘদেন পর বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এই চাঙ্গা বাজারে বিনিয়োগকারীরা বেশ কিছু কোম্পানির শেয়ারের প্রতি বেশি আগ্রহী ছিলেন।

ডিএসইতে বুধবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যেই বিক্রেতা উধাও হয়ে যায় ৩ কোম্পানির শেয়ারে। ফলে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইবনে সিনা ও বিকন ফার্মা।

ডিএসই সূত্র জানা গেছে, বুধবার বেলা ১২টা ৩১ মিনিট পর্যন্ত ওরিয়ন ফার্মার স্ক্রিনে ৪ লাখ  ৬৫ হাজার শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইবনে সিনার স্ক্রিনে ২১ হাজার ৭৭৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়া বিকন ফার্মার স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলো না।

এদিকে এসিআই ফরমুলেশনস লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ২০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যন্যা কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ইবনে সিনা, বেক্সিমকো ফার্মা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।