ঢাকা     ০৮ ডিসেম্বর ২০২৫ ||  ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অস্বস্তি বাড়াচ্ছে খাদ্যপণ্যের দাম, মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ৭ ডিসেম্বর ২০২৫

অস্বস্তি বাড়াচ্ছে খাদ্যপণ্যের দাম, মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

সবজির ভরা মৌসুমে খাদ্যে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে। চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। 

রোববার (৭ ডিসেম্বর) বিবিএস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।

প্রতিবেদনে জানানো হয়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গত বছর নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। 

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। নভেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতির সামগ্রিক হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কম। তারপরও মাসিক ভিত্তিতে এর বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর।