ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আসতে পারে লভ্যাংশের ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৩, ১৪ অক্টোবর ২০২১

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আসতে পারে লভ্যাংশের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু গ্রুপের তিনটি প্রতিষ্ঠান রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, রেনেটা লিমিটেড, মুন্নু সিরামিকস লিমিটেড, মুন্নু ফেব্রিক্স ও বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেড।  

রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।

মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

একইদিন মুন্নু সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি  কোনো লভ্যাংশ দেয়নি।

এছাড়া বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।