ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ছয় কোম্পানি নিয়ে শুরু হচ্ছে এসএমই প্লাটফর্মে লেনদেন

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

ছয় কোম্পানি নিয়ে শুরু হচ্ছে এসএমই প্লাটফর্মে লেনদেন

ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিগুলোকে ব্যবসার প্রয়োজনে পুঁজিবাজার থেকে মূলধন জোগানের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ৩০ সেপ্টেম্বর ছয়টি কোম্পানির লেনদেন শুরু হবে প্লাটফর্মটিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লেনদেন শুরু হতে যাওয়া কোম্পানিগুলো হলো প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শেষ হওয়া মাস্টার ফিড ও আবেদন চলমান কোম্পানি মোস্তফা মেটাল লিমিটেড। ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি হলো অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস,ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসএমই প্লাটফর্মের লেনদেন উদ্বোধন করবেন ৩০ সেপ্টেম্বর।

প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই। তবে ইতোমধ্যে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত ১০ জুন নিয়ালকো অ্যালয় দিয়ে এসএমই প্লাটফর্মের কার্যক্রম শুরু হয়।