ঢাকা     ০৭ মে ২০২৪ ||  ২৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

২৫ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৩ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৪, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ১৬:২১, ২ সেপ্টেম্বর ২০২১

২৫ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৩ হাজার কোটি টাকা

করোনা মহামারিতেও দেশে রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। চলতি আগস্ট মাসের ২৫ দিনে ১ দশমিক ৫৫ বিলিয়ন (১৫৫ কোটি) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১৭৫ কোটি টাকার বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। ফলে করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তাই ২ আগস্ট থেকে রেমিট্যান্সের হিসাব করা হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এ মাসে প্রবাসী আয়ের পরিমাণ ১৯০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, ২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে ২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার।

চলতি মাসের ২৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৪৪ কোটি ৬৫ লাখ ডলার এসেছে। এরপর ডাচ বাংলা ব্যাংক প্রায় ১৬ কোটি, অগ্রণী ব্যাংক ১৩ কোটি ৮২ লাখ, সোনালী ব্যাংক ৮ কোটি ৯৬ লাখ এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ১৮ লাখ ডলার।