ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১, ১৬ আগস্ট ২০২১

আপডেট: ১৫:২৪, ১৬ আগস্ট ২০২১

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নগদ ৫.৫০ শতাংশ এবং বোনাস ৫.৫০ শতাংশ লভ্যাংশ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ১.৩২ টাকা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯০ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।