ঢাকা     ২৮ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজার খুলছে রোববার, লেনদেনের নতুন সময়

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৫, ২৪ জুলাই ২০২১

আপডেট: ১৫:৪৩, ২৫ জুলাই ২০২১

পুঁজিবাজার খুলছে রোববার, লেনদেনের নতুন সময়

ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। তবে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার তিন ক্ষেত্রেই লেনদেন হবে সীমিত পরিসরে।

করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যাংকে লেনদেনের সময় কমায় পুঁজিবাজারেও কমবে লেনদেনের সময়। আগামীকাল ২৫ জুলাই থেকে পুঁজিবাজারে ৩ ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা চলবে বেলা ১ পর্যন্ত।

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা ১টা থেকে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এই বিধিনিষেধের মধ্যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়। এরপর আসে শেয়ারবাজার ও বীমা কোম্পানির কার্যালয় খোলার সিদ্ধান্ত।