ঢাকা     ২০ মে ২০২৫ ||  ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বছরে বিমানের ক্ষতি ১৪শ কোটি টাকা

প্রকাশিত: ২০:৩০, ২২ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৯:২৯, ২৫ ডিসেম্বর ২০২৩

বছরে বিমানের ক্ষতি ১৪শ কোটি টাকা

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১৪০০ কোটি টাকা লোকসান হয়েছে। ডলারের বিনিময় হার বাড়ার কারণে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে এ তথ্য দেন তিনি।

এষময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমান লাভে থাকবে।

বিমানের সিইও আরো জানান, আমাদের একটি অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোন রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশি দিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে ফ্লাইট শুরু করবে বিমান।

premierbankltd