![মোবাইলে কিছুটা উন্নতি করলেও ব্রডব্যান্ডে পিছিয়েছে বাংলাদেশ মোবাইলে কিছুটা উন্নতি করলেও ব্রডব্যান্ডে পিছিয়েছে বাংলাদেশ](https://www.biztech24.com/media/imgAll/2023January/Mobile-oparetor-biztech24-2311221425.jpg)
মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বের ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম। আর বৈশ্বিক ব্রডব্যান্ড ইন্টারনেট গতির র্যাংকিংয়ে গত বছর থেকে ছয় ধাপ পিছিয়ে এ বছর ১০৮ তম অবস্থানে চলে গেছে।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই সহ অন্যান্য বিষয় আমলে নেয়া হয়েছে।
ওকলার প্রতিবেদন মতে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২০ দশমিক ৬৬ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১০ দশমিক ০৬ এমবিপিএস৷
এই তালিকার শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ডাউনলোড গতি ২৬৯ দশমিক ৪১ এমবিপিএস ও আপলোড গতি ২৫ দশমিক ৪৯ এমবিপিএস ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার ও নরওয়ে।
অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে লাতিন আমেরিকার দেশ কিউবা। দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৩ এমবিপিএস। ১৪১ ও ১৪০ তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও ইয়েমেন।
অপরদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে বাংলাদেশের ডাউনলোড গতি ৩৮ দশমিক ৬৫ এমবিপিএস ও আপলোডে ৩৯ দশমিক ৯১ এমবিপিএস।
দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে নেপাল (৮৭) ও ভারত (৮৯)। অপরদিকে পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে সবচেয়ে এগিয়ে সিঙ্গাপুর। দেশটির ডাউনলোড স্পিড ২৬৪ দশমিক ১৫ এমবিপিএস। র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে হংকং (২৬৩.০৭ এমবিপিএস), তৃতীয় অবস্থানে রয়েছে চিলি (২৪৮.৬৫ এমবিপিএস)।