
ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে।
বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে জাপানের নারিতায় যেতে যারা ১ জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন, তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন। এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ঢাকা-নারিতা রুটে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর নতুন করে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি। তবে দেড় বছরের মাথায় আবারো রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরাসরি বিমানে করে ঢাকা থেকে জাপানে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।
ফ্লাইটটি চালুর সময় বিমানের কর্মকর্তারা ঢাকা-নারিতা রুট বিমানের জন্য একটি প্রতিশ্রুতিশীল রুট হতে পারে বলে উল্লেখ করেছিলেন। শুরুতে নেপাল ও কলকাতার যাত্রীদের আকৃষ্ট করতে বিমান নারিতা রুটে বেশি ওজনের ব্যাগেজসহ বিভিন্ন প্যাকেজও অফার করে। ফ্লাইটটি সপ্তাহে তিনদিন পরিচালনা করা হতো।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, চালুর পর রুটটিতে প্রত্যাশিত যাত্রী পাওয়া যায়নি। এ কারণে ফ্লাইটটি পরিচালনা করতে গিয়ে বিমানের লোকসান হচ্ছিল। ফ্লাইট বন্ধের জন্য এ বিষয়টিকেই প্রধান কারণ হিসেবে অভিহিত করছেন তারা।
এর আগে ১৯৮১ সালে প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে ২০০৬ সালে রুটটি বন্ধ করে দেওয়া হয়। তারও আগে ১৯৭৯ সালে বিমান ঢাকা-টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি।