ঢাকা     ১২ মে ২০২৫ ||  ২৯ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১০ মাসেই রেমিট্যান্সের রেকর্ড

প্রকাশিত: ১৬:১৪, ১২ মে ২০২৫

১০ মাসেই রেমিট্যান্সের রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসেই দেশে রেমিট্যান্স প্রবাহ ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত কোনো একক অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড। অর্থবছর শেষ হওয়ার আগেই এ মাইলফলক অর্জন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এসেছিল। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে মে মাসের সাতদিন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার এবং সবশেষ এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স।

ব্যাংকাররা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডির মাধ্যম দেশে টাকা পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি, এখন বৈধ চ্যানেলের মাধ্যমে ডলারের বিনিময় হার তুলনামূলক বেশি হওয়ায় প্রবাসীরা আর ঝুঁকি নিয়ে অবৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন না।

ব্যাংকাররা আরও জানান, আগে ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনা এখনো চালু রয়েছে। ফলে হুন্ডি ও অর্থপাচার কমার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ছে।