ঢাকা     ১৪ মে ২০২৫ ||  ৩১ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত: ১৫:০৪, ১৪ মে ২০২৫

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন

বিগত সরকারের আমলে চালু হওয়া সর্বজনীন পেনশন ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।

প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন চাঁদার হার কমানোসহ চাঁদাদাতর ইচ্ছামতো যেকোনো বয়স থেকে পেনশন সুবিধা পাওয়া এবং আনুতোষিক হিসেবে এককালীন মোটা অংকের অর্থ সুবিধা চালুর উদ্যোগ।

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ বলছে, কোনো ব্যক্তির বয়স ৬০ বছর হওয়ার আগেই সরকার থেকে মাসিক পেনশন সুবিধা পাবেন চাঁদাদাতারা। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর কোনো ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে তার অক্ষমতার সময় থেকেই পেনশন সুবিধা চালু করা হবে। একইসঙ্গে যেকোনো প্রয়োজনে পেনশন স্কিমে জমা করা মোট টাকার ২০ শতাংশ এককালীন উত্তোলন করতে পারবেন চাঁদাদাতারা। বর্তমানে এ ধরনের কোনো সুবিধা পেনশন স্কিমে নেই।

প্রস্তাবগুলো চূড়ান্ত করতে আজ বুধবার (১৪ মে) বৈঠকে বসছেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী অর্থবছর থেকে এসব সুবিধা কার্যকর করবে সরকার।

বর্তমান বিধান অনুযায়ী, ১৮-৫০ বছর পর্যন্ত বয়সীরা সর্বজনীন পেনশন স্কিমগুলোতে অন্তর্ভুক্ত হতে পারেন। তবে চাঁদাদাতাদের বয়স ৬০ বছর হওয়ার পর থেকে তারা মাসিক পেনশন পাবেন।

২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সোমবার পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছেন ৩,৭৩,৭৪১ জন।

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের তথ্যমতে, বেসরকারি খাতের জন্য চালু থাকা প্রগতি স্কিমে সর্বনিম্ন চাঁদার হার ২,০০০ টাকা। এটি কমিয়ে ১,০০০ টাকা নির্ধারণ করা হতে পারে। ইনফরমাল সেক্টরে সর্বনিম্ন চাঁদার হার ১,০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে। এছাড়া প্রবাসী স্কিমে চাঁদার হার সর্বনিম্ন ২,০০০ টাকা। এটিও ৫০ শতাংশ কমানো হতে পারে। এছাড়া, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা চুক্তির আওতায় নিয়োজিত কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

premierbankltd