ঢাকা     ৩১ আগস্ট ২০২৫ ||  ১৬ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিদায়ী অর্থবছরে রপ্তানি আয়ে রেকর্ড

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০২, ৩ জুলাই ২০২৩

বিদায়ী অর্থবছরে রপ্তানি আয়ে রেকর্ড

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও রপ্তানি আয়ের রেকর্ড করেছে বাংলাদেশ। বিদায়ী অর্থবছরে দেশের তৈরি পণ্য রপ্তানি বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্যমতে, জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময়ে বিশ্ববাজারে ৫ হাজার ৫৫৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর আগের অর্থবছরে (২০২১-২২) রপ্তানি আয় হয়েছিল ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। শতাংশের হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড।

মে মাসের ধারবাহিকতায় জুন মাসেও রপ্তানিতে ইতিবাচক প্রভাব অব্যাহত ছিলো। গত অর্থবছরের একই মাসের তুলনায় জুনে রপ্তানি আয় ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। জুন মাসে রপ্তানি হয়েছে ৫৩১ কোটি ডলার বা ৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। মার্চে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪৯ শতাংশ, এপ্রিলে ১৬ দশমিক ৫২ শতাংশ। তবে মে মাস থেকে রপ্তানি প্রবৃদ্ধি মুখ দেখতে শুরু করে। সেই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ২৬ শতাংশের বেশি।

রপ্তানিতে বরাবরের মতেই সবার উপরে আছে দেশের পোশাক খাত। এ খাত থেকে এসেছে ৪৬ বিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া ফুটওয়্যারে ৬ দশমিক ৬১ শতাংশ, ক্যাপে ২২ দশমিক ৭১ শতাংশ, ম্যান মেইড ফিলমেন্ট ও স্ট্যাপল ফাইবারে ৪২ দশমিক ৯৮ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২৬ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিতে পাট জাত পণ্যে ১৯ দশমিক ১ শতাংশ, কৃষি পণ্যে ২৭ দশমিক ৪৭ ও হিমায়িত মাছে ২০ দশমিক ৭৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।