ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নতুন কোম্পানি অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ১৭ জুন ২০২২

আপডেট: ২০:৩৪, ২১ জুন ২০২২

নতুন কোম্পানি অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

দুবাইভিত্তিক সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। এ মালিকানা গ্রহণে কোম্পানিটির ব্যয় হবে ৫০০ দিরহাম বা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, দুবাইভিত্তিক কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসি ভারী ও হালকা ট্রাক দিয়ে পণ্য পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের জন্য শিপিং লাইন, সমুদ্রে মালবাহী ও যাত্রী চার্টার পরিষেবা ও কার্গো সেবা প্রদান, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী কার্গো সেবা, শিপিং কনটেইনার লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী শিপিং লাইন এজেন্ট ও ফ্রেইট ব্রোকার হিসেবে কাজ করবে। কোম্পানিটির প্রক্ষেপণ অনুসারে এ ব্যবসা থেকে বছরে ২৫ কোটি ৯৮ লাখ টাকা আয় এবং ৩ কোটি ৮৯ লাখ টাক কর-পরবর্তী নিট মুনাফা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪১ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা।

প্রতিষ্ঠানটি ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।