ঢাকা     ১১ সেপ্টেম্বর ২০২৫ ||  ২৭ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আইফোন ১৭ প্রো: ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বিপ্লব

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

আইফোন ১৭ প্রো: ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বিপ্লব

অ্যাপল তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে এনেছে এক অভিনব ক্যামেরা ডিজাইন। প্রচলিত ক্যামেরা বাম্প বাদ দিয়ে এবার তারা ব্যবহার করেছে ক্যামেরা প্লাটো, যা ফোনের প্রায় পুরো পেছনের অংশ জুড়ে বিস্তৃত। এই প্লাটোতে রয়েছে নতুন ও উন্নত ক্যামেরা সিস্টেম, বিশেষ করে টেলিফটো লেন্সের বড় আপডেট, যা স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে।

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স—দুটিতেই রয়েছে তিনটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর। ব্যবহারকারীরা পাঁচ ধাপের জুম অপশন পাবেন এই লেন্সগুলো থেকে। নতুন ৪৮ মেগাপিক্সেল ফিউশন টেলিফটো লেন্স আগের আইফোন ১৭ প্রো-এর ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্সের তুলনায় বিশাল আপগ্রেড। এটি ৪x অপটিক্যাল জুম (১০০মিমি ফোকাল লেন্থ) পর্যন্ত ৪৮ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম। আবার ৮x জুম (২০০মিমি সমতুল্য) ব্যবহার করলে ছবি পাওয়া যাবে ১২ মেগাপিক্সেলে।

অ্যাপলের দাবি, এই টেলিফটো সেন্সর আগের চেয়ে ৫৬% বড়, ফলে কম আলোতেও উন্নত ছবি তোলা সম্ভব। লেন্সটিতে রয়েছে হাইব্রিড ফোকাস পিক্সেল, ৩ডি সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, অটোফোকাস এবং টেট্রাপ্রিজম প্রযুক্তি। অপটিক্যাল জুম সর্বোচ্চ ৮x হলেও ডিজিটাল জুম বাড়িয়ে ৪০x পর্যন্ত ব্যবহার করা যাবে। যদিও এটি স্যামসাং-এর ১০০x জুমের মতো নয়, তবুও আগের আইফোনগুলোর তুলনায় বেশ বড় অগ্রগতি।

ফিউশন মেইন ওয়াইড লেন্স আগের মতোই ৪৮ মেগাপিক্সেলের। ব্যবহারকারীরা ২৪ মেগাপিক্সেল বা ৪৮ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ২৪মিমি ফোকাল লেন্থে, আর ১২ মেগাপিক্সেল ছবি পাবেন ২x টেলিফটো মোডে (৪৮মিমি সমতুল্য)। লেন্সটিতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের সেন্সর-শিফট OIS, ১০০% ফোকাস পিক্সেল এবং f/1.78 অ্যাপারচার।

ফিউশন আল্ট্রা ওয়াইড লেন্স–ও ৪৮ মেগাপিক্সেলের, যার ফোকাল লেন্থ ১৩মিমি ও f/2.2 অ্যাপারচার। এতে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ এবং ৪৮ মেগাপিক্সেল ম্যাক্রো শট নেওয়ার সুবিধা। এর হাইব্রিড ফোকাস পিক্সেল প্রযুক্তি ক্লোজ-আপ ছবিতে আরও নিখুঁত ফলাফল দেবে।

ক্যামেরা প্লাটোর ডান পাশে রয়েছে অ্যাডাপটিভ ট্রু টোন ফ্ল্যাশ এবং LiDAR স্ক্যানার, যা অগমেন্টেড রিয়েলিটি ও লো-লাইট ফটোগ্রাফিতে সহায়তা করবে।

আইফোন ১৭ প্রো ক্যামেরায় অ্যাপলের পরিচিত অনেক ফিচার যুক্ত হয়েছে—

  • ফোটনিক ইঞ্জিন: কম আলোতে একাধিক ছবি মিশিয়ে উন্নত মানের ছবি তৈরি করে।
  • ডিপ ফিউশন: মাঝারি আলোতে টেক্সচার ও ডিটেইল বাড়ায়।
  • স্মার্ট HDR 5: দৃশ্যে থাকা মানুষের মুখ, কনট্রাস্ট ও লাইটিং অপটিমাইজ করে।
  • পোর্ট্রেট মোড ও ডেপথ কন্ট্রোল: ছবি তোলার পরও পোর্ট্রেট ইফেক্ট যোগ করা যায়।
  • নাইট মোড, প্যানোরামা (৬৩ মেগাপিক্সেল পর্যন্ত), ফটোগ্রাফিক স্টাইলস, ProRAW, স্পেশাল ফটো ও ভিডিও সাপোর্ট।

ভিডিও সক্ষমতা
ভিডিও রেকর্ডিংয়েও এসেছে নতুনত্ব।

  • 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং ১২০fps পর্যন্ত সাপোর্ট করে।
  • এক্সটারনাল স্টোরেজ ব্যবহার করলে পাওয়া যাবে ProRes RAW ও 4K 120fps ProRes রেকর্ডিং।
  • নতুন Dual Capture ফিচারের মাধ্যমে একসাথে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব।
  • এছাড়া রয়েছে সিনেমাটিক মোড, অ্যাকশন মোড, ম্যাক্রো ভিডিও, স্লো-মো (240fps পর্যন্ত), টাইম-ল্যাপস, স্প্যাটিয়াল ভিডিও ও অডিও, Genlock সাপোর্টসহ একাধিক প্রো-গ্রেড ফিচার।

ফ্রন্ট ক্যামেরা
সেলফি ও ভিডিও কলে এসেছে উল্লেখযোগ্য আপডেট। নতুন ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা ব্যবহারকারীদের ফ্রেমের মধ্যে ধরে রাখবে ভিডিও কলের সময়। এটি f/1.8 অ্যাপারচার, উন্নত স্ট্যাবিলাইজেশন এবং নতুন স্কয়ার সেন্সর যুক্ত হওয়ায় ওয়াইড ফ্রেমে ছবি ও ভিডিও ধারণ সম্ভব।