
প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য টেকনো নিয়ে এলো তাদের নতুন ল্যাপটপ মেগাবুক কে১৫এস এএমডি। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি শিক্ষার্থী, পেশাজীবী ও দৈনন্দিন ব্যবহারকারীদের চাহিদা পূরণে সক্ষম বলে জানিয়েছে ব্র্যান্ডটি।
পারফরম্যান্সের দিক থেকে ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর (৬ কোর, ১২ থ্রেড), সঙ্গে এএমডি রাডএওন গ্রাফিক্স। কাজ ও বিনোদন—দুই ক্ষেত্রেই মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ১৬ জিবি ডিডিআর৪ র্যাম (যা সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।
ডিসপ্লের ক্ষেত্রে ডিভাইসটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন (৩০০ নিটস ব্রাইটনেস ও ৬০ হার্জ রিফ্রেশ রেট), যা চোখের জন্য আরামদায়ক এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। দীর্ঘ সময় ব্যবহারেও যেন ঝামেলা না হয়, এজন্য এতে ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি ও ৬৫ ওয়াট জিএএন ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীর সুবিধার জন্য এতে রয়েছে পূর্ণাঙ্গ কিবোর্ড নিউমেরিক কিপ্যাডসহ, চার স্তরের ব্যাকলাইটিং, ইউভি কোটিং এবং নিরাপত্তার জন্য ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন। এছাড়া, মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন (US MIL-STD 810H) ল্যাপটপটির স্থায়িত্ব নিশ্চিত করে।
কানেক্টিভিটির দিক থেকে ল্যাপটপটিতে ৯টি পোর্ট রয়েছে, যার মধ্যে রয়েছে ডুয়েল টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন২, এইচডিএমআই ১.৪, আরজে৪৫ ইথারনেট, টিএফ কার্ড স্লট ও ৩.৫ এমএম অডিও জ্যাক—ফলে আলাদা ডকিং স্টেশনের প্রয়োজন পড়বে না।
অডিওপ্রেমীদের জন্য এতে রয়েছে টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম, আর ভিডিও কনফারেন্সে সুবিধার জন্য রয়েছে এআই এইচডি ক্যামেরা ও ডুয়াল মাইক্রোফোনসহ এআই ইএনসি নয়েজ রিডাকশন প্রযুক্তি। উন্নত কুলিং সিস্টেম ল্যাপটপটিকে দীর্ঘ সময় ব্যবহারে ঠাণ্ডা রাখবে।
বাংলাদেশে মেগাবুক কে১৫এস এএমডি-র দাম ধরা হয়েছে ৫৩,৫০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের সব টেকনো আউটলেটে এটি পাওয়া যাবে।