ঢাকা     ০৫ সেপ্টেম্বর ২০২৫ ||  ২০ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

গাজায় মানবিক সংকট

গুগলের সঙ্গে ইসরায়েলের ৪৫ মিলিয়ন ডলারের প্রচারণা চুক্তি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

গুগলের সঙ্গে ইসরায়েলের ৪৫ মিলিয়ন ডলারের প্রচারণা চুক্তি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় ৪৫ মিলিয়ন ডলারের একটি ছয় মাস মেয়াদি চুক্তি করেছে—যার লক্ষ্য ইসরায়েল সরকারের বার্তা প্রচার করা এবং গাজায় মানবিক সংকটকে খাটো করে দেখানো। 

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ড্রপ সাইট নিউজ। প্রতিবেদনে বলা হয়, জুনের শেষের দিকে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে গুগলকে নেতানিয়াহুর জনসংযোগ কৌশলের একটি “মূল অংশীদার” হিসেবে উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রচারণা কার্যক্রম শুরু হয় মার্চের ২ তারিখে, যখন ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।

এরপর সরকার ব্যাপক প্রচারণা চালাতে থাকে, যার মধ্যে রয়েছে ইউটিউবে প্রকাশিত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিও—যেখানে দাবি করা হয় “গাজায় খাবার আছে, অন্য যেকোনো দাবি মিথ্যা”। ভিডিওটি এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে, যার বেশিরভাগই এসেছে পেইড প্রমোশনের মাধ্যমে।

প্রচারণাগুলো মূলত পরিচালিত হচ্ছে ইউটিউব ও গুগলের Display & Video 360 প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরকারি নথিতে প্রচারণা হিসেবে চিহ্নিত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল সরকার এছাড়া ৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে মার্কিন প্ল্যাটফর্ম X-এ (সাবেক টুইটার) এবং ২.১ মিলিয়ন ডলার ফরাসি-ইসরায়েলি প্ল্যাটফর্ম Outbrain/Teads-এ বিজ্ঞাপন প্রচারে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত আগস্ট মাসেই শুধু ১৮৫ জন মানুষ অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক মৃত্যুর সংখ্যা।

জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গত মাসে আনুষ্ঠানিকভাবে গাজাকে দুর্ভিক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে। এর পরেই মৃত্যুর ঘটনা আরও বেড়ে যায়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, বর্তমানে ৫ বছরের নিচে ৪৩ হাজারেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, পাশাপাশি ৫৫ হাজার গর্ভবতী নারী মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।