ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এক টিকিট দুইবার বিক্রির দায়ে সহজকে বড় অঙ্কের জরিমানা

প্রকাশিত: ১৪:২২, ৩১ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪১, ৩১ আগস্ট ২০২২

এক টিকিট দুইবার বিক্রির দায়ে সহজকে বড় অঙ্কের জরিমানা

এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এ রায় দেয় অধিদপ্তর।

জানা গেছে, অভিযোগকারী বিশ্বজিত সাহা সহজ থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।