ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ১২ অক্টোবর ২০২১

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো এনআরবিসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯ বারে ৫৭ লাখ ৫২ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩ লাখ টাকা।

 ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিনিয়োগকারীদের আগ্রহের ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৯০ বারে ৫৯ লাখ ৯৯ হাজার ৮৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ১৩ লাখ টাকা।

৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৪ বারে ৫৭ লাখ ১৫ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিবিবি পাওয়ারের ৭.২৬ শতাংশ, ইনটেকের ৭.২০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.৭০ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৬.০৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৫.৮৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।