ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আরএসআরএম’র পুনরায় উৎপাদন শুরুর তারিখ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২১

আরএসআরএম’র পুনরায় উৎপাদন শুরুর তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড পুনরায় এমএস রড উৎপাদন শুরুর তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর থেকে এ উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, কোম্পানিটির এমএস রড উৎপাদনে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। আর এই বিদ্যুৎ আসে কোম্পানির নিকটস্থ সাব-স্টেশন থেকে। বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে কোম্পানিটির কারখানায় সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কোম্পানিটি ইতোমধ্যে চায়না থেকে সাব-স্টেশনের সব যন্ত্রপাতি আমদানি করে চায়নার বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে স্থাপন করেছে। আরএসআরএম চায়না থেকে যন্ত্রপাতি আমদানি করতে এবং প্রতিস্থাপন করতে একটি এলসি খুলেছে। এখন কোম্পানিটির কারখানায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে এবং উৎপাদন শুরু করতে আর কোনো বাধা নেই।

কোম্পানিটি জানায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর কারণে কারখানা মেরামত করতে দীর্ঘ সময় লেগেছে। তবে কবে থেকে উৎপাদন বন্ধ রয়েছে এমন তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।