ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

লিটারে ৫ টাকা কমিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। যে দাম আজ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম ৪ টাকা কমানো হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা।

এ ছাড়া পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমে ১২৪ টাকায় বিক্রি হবে। এতদিন পাম তেলের দাম ছিল লিটারে ১২৮ টাকা। তিনি আরও জানান, খোলা চিনি প্রতি কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।