ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশকে ঋণের আরো ১০০ মিলিয়ন ডলার ফেরত দিলো শ্রীলঙ্কা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশকে ঋণের আরো ১০০ মিলিয়ন ডলার ফেরত দিলো শ্রীলঙ্কা

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় নেয়া ২০০ মিলিয়ন ডলার বা ২০ কোটি ডলারের ঋণের আরও ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার এ অর্থ ফেরত দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ২১ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত এসেছে। এর আগে গত ২১ আগস্ট এসেছিল ৫০ মিলিয়ন ডলার। আশা করা যায় বাকি অর্থও যথাসময়ে ফেরত দেবে দেশটি।

২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে শ্রীলঙ্কাকে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। দেশটিকে দেওয়া একবছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছর সেপ্টেম্বরে। পরে তাদের আবেদনের পরিপেক্ষিত তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট (লাইবর) যোগ করে দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।