ঢাকা     ১৪ জুলাই ২০২৫ ||  ৩০ আষাঢ় ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সিসি ক্যামেরার জন্য দুই মডেলের অ্যাডাপ্টার আনল এফভিএল

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৪ জুলাই ২০২৫

সিসি ক্যামেরার জন্য দুই মডেলের অ্যাডাপ্টার আনল এফভিএল

নিরাপত্তা নিশ্চিত করতে আপনার সিসিটিভি ক্যামেরার মানসম্পন্ন ও নির্ভরযোগ্য অ্যাডাপ্টার ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। FVL-1225N বক্স অ্যাডাপ্টার এবং FVL-01 অ্যাডাপ্টার হচ্ছে এমন একটি শক্তিশালী সল্যুশন, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি আপনার ডিভাইসকে বজ্রপাত ও বিদ্যুৎজনিত ঝুঁকি থেকেও রক্ষা করবে।
 
ফেমাস ভিশন লিমিটেড জানিয়েছে, বাজারের অন্যান্য বক্স অ্যাডাপ্টারের তুলনায় FVL-1225N এবং FVL-01 অর্জন করেছে সর্বোচ্চ রিভিউ ও সন্তুষ্টি। এর কার্যকারিতা, মান এবং সুরক্ষার দিক থেকে নিরাপত্তা খাতে কাজ করা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারকারীদের মধ্যে এটি এখন অন্যতম সেরা পছন্দ হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি অ্যাডাপ্টার-ই পাইকারি মূল্যে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। যারা অফার প্রাইস ও বিস্তারিত জানতে  চান তাদের যেতে হবে ফেসবুকের এই লিংকে https://www.facebook.com/famousvisionltd। আর ওয়েবসাইটের এই ঠিকানায় https://famousvisionltd.com/। মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে এই ০১৯৪৪৪৪৩৬৬১ নম্বরে। এছাড়াও ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ ৫৩/এ, নিউ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফেমাস ভিশন লিমিটেডের শোরুম থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে।