
চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার নিয়ে আসছে এক যুগান্তকারী উদ্ভাবন। আগামী ২৭ আগস্ট আয়োজিত হতে যাওয়া ‘৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল’-এ উন্মোচিত হবে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারেরও বেশি ক্ষমতার একটি হাই-ডেনসিটি ব্যাটারি।
রিয়েলমি জানিয়েছে, শতভাগ ফুল-সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহৃত এই ব্যাটারি স্মার্টফোন জগতে প্রথমবারের মতো ১২০০ Wh/L এনার্জি ডেনসিটি অর্জন করবে। এর ফলে স্লিম-স্লিক ডিজাইনের ফোনেও বিশাল ক্ষমতার ব্যাটারি যুক্ত করা সম্ভব হবে। ব্যবহারকারীরা দীর্ঘ সময় গেমিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা ভ্রমণ উপভোগ করতে পারবেন চার্জ নিয়ে দুশ্চিন্তা ছাড়াই।
এটি রিয়েলমির ব্যাটারি প্রযুক্তিতে প্রথম বড় অর্জন নয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি নিয়ে আসে ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম, যা মাত্র সাড়ে ৪ মিনিটে ৪৪২০ mAh ব্যাটারি পুরোপুরি চার্জ করতে সক্ষম ছিল। চলতি বছরের শুরুতে রিয়েলমি জিটি ৭ সিরিজে ৭০০০ mAh ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং একত্রিত করা হয়।
এর আগে রিয়েলমি একটি কনসেপ্ট ফোনে ১০,০০০ mAh ব্যাটারি দেখিয়েছিল, যা ছিল মাত্র ৮.৫ মিমি পুরু ও ২১৫ গ্রাম ওজনের। সেই প্রযুক্তিতেই ব্যবহৃত হয়েছিল ৮৮৭ Wh/L এনার্জি ডেনসিটি। এবার সেটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফ্যান ফেস্টিভ্যালে শুধু এই হাই-ডেনসিটি ব্যাটারি নয়, আরও একটি যুগান্তকারী প্রযুক্তি উন্মোচন করা হবে। তবে সেটি কী হতে পারে, তা এখনো প্রকাশ করা হয়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, রিয়েলমির এই উদ্যোগ স্মার্টফোন ব্যাটারি প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করবে।