ঢাকা     ০৩ নভেম্বর ২০২৪ ||  ১৯ কার্তিক ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মিডিয়াম বাজেটের শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৪সি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৭ অক্টোবর ২০২৪

মিডিয়াম বাজেটের শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৪সি

চীনা প্রযুক্তি ব্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এসছে নতুন স্মার্টফোন রেডমি ১৪সি। মিডিয়াম বাজেটের নতুন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে।

ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার।  স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

শাওমির রেডমি ১৪সি ফোনটিতে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসসর। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‌্যাম রয়েছে। এ ছাড়াও র‌্যামটিকে আরও ১২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন গ্রাহকরা ।   

মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু রঙের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।