ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আমানতের সুদহার তুলে নেয়ায় প্রভাব বিমা খাতে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২২ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৪৭, ২২ জানুয়ারি ২০২৩

আমানতের সুদহার তুলে নেয়ায় প্রভাব বিমা খাতে

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আমানতের সর্বনিম্ন সুদহার পুরোপুরি তুলে নেয়া হলো। এর প্রভাব পড়তে শুরু করেছে পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ারদরও এদিন ১০ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়াদর বেড়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। দরবৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স এবং মেট্টো স্পিনিং।

বাজার সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংক আমানতের সুদহার তুলে নেয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। ফলে বিমা খাতের কোম্পানিগুলোর আয় বাড়তে পারে। বিশেষ করে জীবন বিমা কোম্পানিগুলোর আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে নতুন এ মুদ্রানীতি। এর ফলে বিনিয়োগকারীরা বিমা খাতে বেশি আগ্রহী হতে পারেন।