
নর্থ বেঙ্গল জুট মিলস (প্রা:) লিমিটেডের মালিকানা মো. মাহবুবুর রহমান গং-এর পরিচালকদের কাছে দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ। রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাটে অবস্থিত এই মিলটি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান মালিকানা সংক্রান্ত মামলার শুনানি শেষে আদালত এই রায় দেন।
গত ১ জুন ২০২৫ তারিখে বিচারপতিদ্বয়ের এজলাসে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদীপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো:মাহবুবুর রহমান এবং সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল। দীর্ঘ যুক্তিতর্ক ও আইনি বিশ্লেষণের ভিত্তিতে আদালত রায় প্রদান করেন।
রায়ে বলা হয়, সরকারকে অতি দ্রুততম সময়ে নর্থ বেঙ্গল জুট মিলস (প্রা:) লিমিটেডের মালিকানা মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও তার সহযোগী পরিচালকগণের নিকট হস্তান্তর এবং মালিকানা বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে আদালত মামলাটির নিষ্পত্তির আদেশও প্রদান করেছেন, যা দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। এই রায় কার্যকর হলে জুট মিলটির স্বাভাবিক কার্যক্রম চালুর পথে বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রায় প্রসঙ্গে নর্থ বেঙ্গল জুট মিলসের এমডি মো. মাহবুবুর রহমান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। মহামান্য হাইকোর্টের আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য আদেশে উল্লেখিত জনতা ব্যাংক সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করছি।
প্রসঙ্গত, নর্থ বেঙ্গল জুট মিলস দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতার কারণে মালিকানা পরিবর্তন ও ব্যবস্থাপনা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিল। এ নিয়ে আদালতে মামলা দায়ের হলে আদালত সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় এনে এই নির্দেশনা প্রদান করেন।
জনস্বার্থ এবং শিল্পায়নের স্বার্থে এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা। তারা আশা করছেন, রায় কার্যকর হলে মিলটি আবারও উৎপাদনে ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে।