Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে এসেই কমলো ই-জেনারেশনের মুনাফা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৮, ২৭ এপ্রিল ২০২১

পুঁজিবাজারে এসেই কমলো ই-জেনারেশনের মুনাফা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশনের চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) মুনাফা ২১ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ৩৩ পয়সা বা ২১ শতাংশ কমেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৪৬ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে হয়েছিল ৫২ পয়সা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ৬ পয়সা বা ১১ শতাংশ কমেছে।

৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৮ পয়সা।