ঢাকা     ২৪ এপ্রিল ২০২৪ ||  ১১ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিক্রেতা না থাকায় দর বাড়ার শীর্ষে লাভেলো আইসক্রিম

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বিক্রেতা না থাকায় দর বাড়ার শীর্ষে লাভেলো আইসক্রিম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ বা ৯.৭৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার কোম্পানিটি ৫১৬ বারে ৫ লাখ ৪৭ হাজার ৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ১৪ হাজার ৩৯৩ বারে ২ কোটি ৪৩  লাখ ৪৪ হাজার  ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১৭  কোটি ৬৩  লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯ টাকা ৯০ পয়সা বা ৫.৮৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, ইউনিলিভার কনজিউমার, রেকিট বেনকিজার, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং, গোল্ডেন সন ও জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।