ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৭ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুই কোম্পানির পরিচালকের সাড়ে তিন লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৮, ৪ জুলাই ২০২২

দুই কোম্পানির পরিচালকের সাড়ে তিন লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির উদ্যোক্তা ও করপোরেট পরিচালক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড তালিকাভুক্ত কোম্পানি দুটির মোট ৩ লাখ ৬৩ হাজার ৫২৬টি শেয়ার বিক্রি করবেন।

ডিএসই মাধ্যমে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি দুটি।  বিডি মনোস্পুল উদ্যোক্তা কোম্পানিটির ৬৩ হাজার ৫২৬টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যা কোম্পানিটিতে এ উদ্যোক্তার ধারণকৃত সমুদয় শেয়ার। অন্যদিকে পেপার প্রসেসিংয়ের করপোরেট পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে কোম্পানিটির মোট ৮ লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার রয়েছে।