ঢাকা     ২৪ এপ্রিল ২০২৪ ||  ১০ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

শেয়ারবাজার চাঙা করতে আসছে সুখবর!

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৯, ২০ মে ২০২২

শেয়ারবাজার চাঙা করতে আসছে সুখবর!

শেয়ারবাজার চাঙা করতে আগামী অর্থবছরের বাজেটে সুখবর আসতে পারে। এক্ষেত্রে কমানো হতে পারে কর্পোরেট কর, যা কোম্পানিগুলো বার্ষিক মুনাফার ওপর দিয়ে থাকে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার সাড়ে ২২ শতাংশ।

জানা গেছে, বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ দশমিক ৭৫ শতাংশ হতে পারে। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার বর্তমানের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কমতে পারে।

অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির কর্পোরেট করহার বর্তমানে ৩০ শতাংশ। যা পৌনে ২ শতাংশ কমিয়ে ২৮ দশমিক ২৫ শতাংশ করা হতে পারে। অর্থাৎ দুই ধরনের কোম্পানিরই কর্পোরেট করহার কমতে পারে।

তবে সব ধরনের কোম্পানি এ সুযোগ নাও পেতে পারে বলে জানা গেছে। সিগারেট, জর্দা, গুলসহ তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী কোম্পানির ৪৫ শতাংশ, শেয়ারবাজারে তালিকাবহির্ভূত মোবাইল ফোন কোম্পানির ৪৫ শতাংশ, তালিকাভুক্ত মোবাইল কোম্পানির ৪০ শতাংশ, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ব্যাংকের ক্ষেত্রে ৩৭ দশমিক ৫ শতাংশ, ২০১৩ সালের আগে অনুমোদন পাওয়া তালিকাবহির্ভূত ব্যাংকের ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংক ও বিমা খাতে ৩৭ দশমিক ৫০ শতাংশ করপোরেট কর অব্যাহত থাকতে পারে।