ঢাকা     ১৯ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিপিও খাতে বিশেষ অবদানে ডাক ও টেলিযোগাযোগ পদক পেলো ‘ফিফোটেক’

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:৪৬, ২৯ জানুয়ারি ২০২৩

বিপিও খাতে বিশেষ অবদানে ডাক ও টেলিযোগাযোগ পদক পেলো ‘ফিফোটেক’

‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে কনট্যাক্ট সেন্টারের বিপিও খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফিফোটেক’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন। পুরস্কারটি তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

পুরস্কার অর্জনের পর তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ মেলার এ আয়োজনে ‘ডাক ও টেলিযোগাযোগ পদক’ অর্জন করায় আমরা সত্যিই গর্বিত। এ অর্জন গ্রাহকদের আরো নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানে ফিফোটেককে অনুপ্রেরণা জোগাবে। দায়িত্ব আরো বেড়ে গেল। আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আরো গতিশীল ও দায়িত্ববান হয়ে কাজ করার চেষ্টা করবো।

২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা দিয়ে আসছে ফিফোটেক। রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন-২০২১ টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার শতাধিক কর্মী কর্মরত রয়েছেন।