Biz Tech 24 :: বিজ টেক ২৪

১২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ নভেম্বর ২০২১

১২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- শমরিতা হসপিটাল, ন্যাশনাল টি, উসমানিয়া গ্লাস, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, মোজাফফর হোসাইন স্পিনিং, শাশা ডেনিমস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, মেঘনা কনডেন্স মিল্ক, এলআর গ্লোবাল মিউচ্যুয়ার ফান্ড ওয়ান, এবং আরামিট সিমেন্ট।

এর মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ নভেম্বর, মঙ্গলবার। এই কোম্পানিগুলোর রেকর্ড তারিখ আগামী ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আর অন্যান্য কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।