Biz Tech 24 :: বিজ টেক ২৪

৪৫ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫২, ৬ জুলাই ২০২২

৪৫ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ৪৫ লাখ টাকার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্যমতে, রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালক সাবের হোসাইন চৌধুরী কোম্পানিটির ১ লাখ ১০ হাজার শেয়ার ক্রয় করবেন। আগামী এক মাসের মধ্যে তিনি এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। বুধবার রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার ৪১ টাকা দরে লেনদেন হয়েছে। সে হিসেবে ১ লাখ ১০ হাজার শেয়ারের বর্তমান বাজারদর ৪৫ লাখ ১০ হাজার টাকা।

সম্প্রতি রিপাবলিক ইন্স্যুরেন্স’র ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানীর ২০২১ সালের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন ও ১৫ শতাংশ ডিভিডেন্ড (১০% ক্যাশ ও ৫% স্টক) অনুমোদিত হয়।

premierbankltd